০১
আমি দুর্বল   তুমি সবল
আমার নদী  তোমার জল।  

তোমার ফল  আমার খোসা
তোমার আঙুল  আমার চুষা।

আমার কান  তোমার মন্ত্র
আমার গণ  তোমার তন্ত্র।  

আমার কলম  তোমার কথা
তোমার লেপ  আমার কাঁথা।

আমার ব্যালট  তোমার ভোট
আমার সুইসাইড  তোমার নোট।

আমার রোজগার  তোমার বাবার
তোমার উচ্ছিষ্ট  আমার খাবার।

তোমার দোষ  আমার ফাইন
আমার দেশ  তোমার আইন।

আমার গাড়ি  তোমার ভাড়া
আমার কাজ  তোমার তাড়া

আমার শকুনি  তোমার মামা
তোমার বোমা  আমার কোমা।

আমার তেল  তোমার বাতি
আমার পেট  তোমার লাথি।

আমার লুডু  তোমার জুয়া
আমার মা  তোমার বুয়া।

তোমার জুতা  আমার গাল
আমার তিল  তোমার তাল।

তোমার ঘোড়া  আমার ডিম
আমার ছাই  তোমার ভীম।

আমার গাভী  তোমার দুধ
আমার পুঁজি  তোমার সুদ।

আমার পকেট  তোমার টাকা
আমার ঢাক  তোমার ঢাকা।

আমার প্রেম  তোমার রক্ষিতা
আমার নগর  তোমার পিতা।

আমার কান্না  তোমার হাসি
তোমার খুন  আমার ফাঁসি।

০২।
শুধাই তোমারে, আর কতদিন
বাজবে নাগিনের বীণ?    
আর কত দিনে তুমি শুধিবে
চারিত গরীবের ঋণ ?