বিজন রাতে বিষধর সাপে দৌড়ে পালায়

পায়ের আওয়াজে । প্রাণের ভয় শুধু;

বিপদে ফণা তোলে, আর জানের দুশমনে

বিষদাঁতের বিষ ছোবল ।

মৌমাছি, ভোলতা, ভীমরুল তেড়ে আসে

সঞ্চয়, ঘর-বসত ও জীবনের সংশয়ে।

ছাগলটারে গুঁতো দিয়ে ‘ফট ফট’

আসবে সে শিংটা উঁচিয়ে দু’পা লাফিয়ে

শিং মাছ কাঁটা দেয় লেজে দিলে হাত ।

এমনি করে জলে ও জঙ্গলে

আঘাত আসে শুধু আঘাতের বদলে ।

কেবল মানুষ কাটে মানুষ ও হরেক জীবে

বিনা কারণে !