এখন
আমি অন্ধকারে আকাশ শুনি
হিজল বনে জোছনা বুনি
স্বপ্ন দিয়ে স্বপ্ন ছুঁই!
কোলের পরে বসতে পারি
বুকের পরে শুইতে পারি
মনের কথা পড়তে পারি
আঁকতে পারি জল কুমারী
বুনতে পারি ইচ্ছে কুঁড়ি
রাঁধতে পারি প্রেম খিচুড়ি ।
দেখতে আমি কালো
বাসতে জানি ভালো।