আজকাল সবকিছু ভূলে যাই অবলীলায়
স্মৃতি কোষগুলোয় চৈত্রের খরা
আমার জন্ম ও আশৈশবের মিথগুলো
ফ্যাকাসে, পিঙল আর জড়।
মনে পড়ে না আজ
গায়ের সোনালি চুলগুলো অতঃপর
আধো আধো বোল
বাবার আঙ্গুল ছুঁয়ে পথচলা
বিছানা ভিজানোর গল্প;
সবই আজ মতিভ্রম ইতিহাস !
তাই ভুলে গেছি এইসব শৈশব
শবযাত্রার অঙ্গিকার, স্বৈরাচার, রাজাকার, কেয়ারটেকার
গণভোট, দলছুট।
আমি অনাথ ভোলানাথ
ভুলে যাই অবলীলায় !