তুমি ডেকেছো, আমি কি না এসে পারি?
এসেই তোমার নাক টিপে দেব, আর
বেলি ফুলের মালার জন্য তোমার সেই নাকিকান্নার কথা মনে পড়বে
নাকিসুরে গানের কথা তোমার মনে আছে?
তুমি কি ভুলে গেছো সেই বকুলের নাকফুলের কথা?
সেই নাক দিয়ে পানি-পড়া মেয়েটি আজ
কতো বড় হয়েছে
চাঁদ-উপছে পড়া রূপ হয়েছে
চিম্বুক পাহাড়ের মতো উঁচু নাক হয়েছে।
তোমার রূপের আগুনে কতো ছেলের
নাকের পানি চোখের পানি এক হয়েছে,
তুমি জান কি ?
তুমি নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে আছ
এদিকে আমার নাকানি ছোবানির শেষ নেই
তোমার বড়দাতো এক ঘুষিতে আমার নাকের বাঁশি প্রায় ভেংগেই দিয়েছিলো!
ভাগ্যগুনে এখনো নাক দিয়ে নিশ্বাস নিতে পারছি।
আমার নাকের বাতাস যতদিন বইবে, ততদিন আমার নাকের ডগা দিয়ে কেউ
তোমাকে চিনিয়ে নিতে পারবে না।
আমি শুধু চাই
তামাম দুনিয়ার মূল্যে
আমার নাক উঁচু তুলতুলি চিরদিন
মাথা উচু করে আমার পাশে থাকুক।