যদি বলো, কোন লুকোচুরি নয় হঠাৎ লা-পাত্তা
হয়ে যেতে আমার আপত্তি নেই।
আমি জানালার নাক গলে, উঠোনের মাঠ পেড়িয়ে
বারুলীর সরু পথ ধরে, মাঘের শেষ মংগলে কুড়িখাই'র মেলায় হারিয়ে যাবো।
মাইকের ডাক শুনে ফিরে আসার কথা ভাববো না
বাটি চালান দিয়ে কোথাও খুঁজে পাবে না আমায়
চড়কি চেয়ারে বসে দেখে নেবো বাদরের নাঁচ
বাউলের বৃত্তে দাঁড়াবো ঠিক দ্বিপ্রহর
পূর্ব পশ্চিমে পড়বে না কোন কায়ার মায়া।
আমি চলে যাব হুগলার বন পেড়িয়ে ধূ ধূ মাঠ
বালির মরিচিকার অতলে বনো আশ্বাসের
স্পর্শের আড়ালে লুকিয়ে থাকা স্বরবর্ণের শহরে;
লাঠিমের মতো ঘুরুক মায়ার সংসার
কথারা সুর পাক বীণায় বা বিনাতারে।
মানুষ আসছে, মানুষ যাচ্ছে বেশুমার
একঝাঁক হৈ চৈ এর লেজ ধরে এগোচ্ছে মেলা-
বীণার তারে, বাঁশির সুরে কোথাও খুঁজে পাবে না;
যে চোখে দেখে না, কানে শুনে না
পাখি তারে কোন পালক দেয় না।