আমার চাই একটা কথাবন্ধু
যার সাথে মন খুলে বলতে পারি
কথার কথা
মনের কথা
ব্যথা ও বেদনার কথা
গোপন কথা।

যার সাথে কথা বলতে লাগবে না
কোন হিসেব
মাপ ঝোক
ভাবনা চিন্তা...

যার সাথে কথা বললে  -
কথার ডালপালা গজাবে না
কথারা হাঁটবে না
ইথারে ভাসবে না
ধ্বনিবে না
রনিবে না
চালান হবে না
না কোন বেচাকেনা।


যে কথায় কথায় ধরবে না
কথার ভুল
না কোন ব্যবচ্ছেদ
না বায়োপ্সি।

আমার চাই এমন একজন কথাবন্ধু, যার কথায়
নিমিষে প্রাণ জুড়িয়ে যায়
উঠকো জঞ্জাল উড়ে যায়
ব্যথা বেদনা দৌড়ে পালায়।

যার কথায় হিস হিস নেই
বিষ নেই, বিষাদ নেই
চাই এমন একজন কথাবন্ধু

হবি, তুই আমার কথাবন্ধু হবি?