আমার নাকের কি হয়েছে জানি না, হঠাৎ
টাই-পরা এক ভদ্রলোকের গায়ে
উৎকোচের গন্ধ পেলাম স্পষ্ট
ঝাঁঝালো, উৎকট, পুঁতিগন্ধময় একটা গন্ধ
আমার দম আটকে আসতে লাগলো
নাকে হাত-চাপা দিয়ে সামনে হেঁটে গেলাম ..
সেদিন এক টুপি-পরা ভদ্রলোকের
কাছে ঘেঁষার আগেই
তার পা-জামা থেকে রাস্তায় দাঁড়িয়ে
মূত্রত্যাগের গন্ধ বেরোল..
বিষয়টি প্যান্টের সাথে গেলেও
দাড়ি টুপি'র সাথে যায় না মোটেই...
রেলের প্লাটফর্মে দাঁড়িয়ে উচ্ছ্বল এক
যুগলের দেখা পেলাম
সুখের খোঁজে যাবে হয়তো দূর বহুদূর
হুইশেল বাজিয়ে ট্রেন আসার সাথে সাথেই
একটা পঁচা পরকিয়া গন্ধ জানান দিল -
রুমালের খোঁজে পকেটে হেঁটে গেলো হাত ....
আমার হয়েছে বিপদ
কখনো আসে মিথ্যের গন্ধ
কখনো প্রতারণার;
এমনি হাজারো দুর্গন্ধ আসতেই থাকে
অহোরাত্রি ..
অসহ্য, আর কত দুর্গন্ধ সহ্য করা যায়!
এর চেয়ে বরং এক ঘুষিতে যদি কেউ
নাকের বাঁশি ভেঙে দেয়, তবুও ভাল!