দুঃখ কে চায় বলো -
ও পাড়ার আলমাছ?
এক পেয়ে তালগাছ?
ভাসমান বুনোহাঁস?

তবুও সে আসে
ভেসে ভেসে বাতাসে
হৃদয়ের কার্ণিশে
তুলোর বালিশে
নেইল পলিশে
মৃন্ময়ীর লাশে।

আমিও অবশেষে
       হেসে হেসে
ডুবে যাই গেলাসে।