সময়কে বেঁধে রেখেছি কব্জিতে
ঘুমরে মরুক
এপাশ-ওপাশ নিশপাশ করুক
টিকটিক করুক ঠিক ঠিক
ঘুরে আসুক এক পৃথিবী ষাট সেকেন্ডে
আমি কব্জির দিকে তাকাবো না।
সময়কে ঝুলিয়ে দিয়েছি দেয়ালে
দেখুক প্রজাপতির ডানা
পিঁপড়ের ডানবাম
কাটুক নির্ঘুম নিশি
ত্রিভুজ মিলন দ্যুতনায়
আমি দেয়ালে চোখ রাখবো না।
সময়কে পুড়ে দিয়েছি পকেটে
অন্ধকারে ধ্যানমগ্ন হোক
গুনুক ফোর প্রহর অতঃপর
আর্তচিৎকারে ফাটুক গলা
বাজ পড়ুক ভাঁজে
আমি পকেটে হাত রাখবো না।
অমনি দু'চোখে দু'চোখ থাক
অনন্তর দিবস ও রাত।