দুঃখের শরীর হতে ইরেজার দিয়ে ঘষে ঘষে
বিসর্গ মুছে দিয়ে ভুলে যেতে চাও দুঃস্বপ্নের রাত?
তুমি হারিয়েছ কি নাক, কান, চোখের আত্মবিশ্বাস?
চোখ খুলে দেখ
নাকের ডগা দিয়ে উড়ে যায় অনুস্বার
বিন্দু রেখে হারায় আধেক চাঁদ
চন্দ্রবিন্দু আঁকে নীল ফাঁদ...
কান কবিতা শুনে না
নাক গন্ধ বুঝে না
দোস্তরা আমার দুঃস্থদের মিছিলে দাঁড়ায়
কাদা ছুড়ে দাঁড়ি, কমা সেমিকোলনের গায়...
শব্দেরা টু শব্দ করে না!
দু'টি বিন্দুতে বিসর্গ হয় জানি
তবুও দু'চোখের দু'ফোটা অশ্রু লুকিয়ে রাখি আঁচলের গিটে ;
কোন এক বুধে বিসর্গ যদি বিসর্গ সন্ধি হয় ....