বিপদ বড়ই সুযোগ সন্ধানী
যখন আসে, ঝঁকে ঝঁকে আসে
চারদিক থেকে আসে
বলে কয়ে আসে না
নোটিশ দিয়ে আসে না।

যখন তুমি আষ্টেপৃষ্ঠে বাঁধা
নাওয়াখাওয়ার সময় নেই
হাতে কানাকড়িটি নেই
পাশে 'প'ও নেই
সাত রাত জেগে মাত্র বিছানায় গা এলিয়েছো
ঠিক তখনই সে হঠাৎ
তেড়েফুঁড়ে আসবে
ধেয়ে আসবে...


চোখ মেলে দেখবে
পাশে কেহ নেই, কেউ নেই  
শুধুই অন্ধকার..
কারো ফোন বন্ধ, কেউবা ধরছে না

ভয় পাচ্ছো?
তাহলেই সারা
তবে যে নিজেকেও হারালে...
নিজের ওপর বিশ্বাস আছে?
তবে তোমার সব আছে
বিপদ ভয় পাবে, আর
তুমি জয় পাবে..