আজ যারা তোমায় কাঁধে তুলে নাচে
কাল তারাই তোমাকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
সময় বড়ই নির্মম
আজ তুমি মহানায়ক
কাল তুমি খলনায়ক।
সাবধানে পা ফেলো
আজ তোমার হুকুমে লিখবে ফাঁসির রায়
সময়ের পালা বদলে
তোমার জন্য তৈরি হবে ফাঁসির মঞ্চ।
সাবধান!
নেতা তুমি মানুষের অধিকার রক্ষক হও
ভক্ষক নও!
বাক স্বাধীনতা হরণ করো না।
নেতা তুমি মানুষ হও
নেতা তুমি মানবিক হও
নেতা তুমি লোভ সংবরণ করো।
নিজেকে মহানায়ক ভাবার দরকার নাই
সময়ই লিখবে আপন ইতিহাস
ইতিহাস বলবে কে মহানায়ক!
কে খলনায়ক!
মনে রাখো,
নিপীড়ক নেতা হয়
কিন্তু ইতিহাস হয়না।