পুকুর!

যতবার ছেঁটেছ আমায়
নির্লজ্জ নখের মতো নতুন করে একই রূপে হাজির হয়েছি
সেইম গড়নে, সেইম মননে।
কোদাল খন্তার আঘাতে যত ক্ষতবিক্ষত করেছো
ততই গভীর হয়েছে ভালোবাসা
ঠিক পুকুরের মতো।