ক্ষমতার চেয়ার!
ভেবেছো খুব  শীতল
আরাম আয়েশের।
ভুল!
জ্বলন্ত অগ্নিকুণ্ড!
পোড়াবে তোমায়!
তার পরও কি চাও?
যদি চাও তবে তুমি নেতা।
সাবধান!
বিনয়, উদারতা, নম্রতা, ন্যায় ও সমতা
                 এর মাঝে তোমার অমরতা!