মাধ্যাকর্ষণ বল!

তুমি পৃথিবী
আমি চন্দ্র
মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তোমাকে কেন্দ্র করে ঘুরছি প্রতিনিয়ত
নিদিষ্ট দূরত্বে
না পারছি কাছে আসতে
না পারছি কক্ষ পথ ভ্রষ্ট হতে।