তুমি চাঁদের আলো
ছুঁতে না পারা জোছনা রাত,
তুমি গো ধূলী লগ্নে রংধনু
ছুঁতে না পারা নীল আকাশ
তুমি ভিতরে নিখাদ শূন্যতা
বাহিরে মহাবিশ্ব।

"তুমি ছুঁতে না পারা স্বপ্ন! ভালবাসা তুমি    
            ভালবাসি।