আমি উন্মাদ,আমি পাগল!
তাই আজও ভাবি,কিন্তু চুপ থাকি,
থাকি'তো!
নির্ঘুমে রাত করি ভোর কিন্তু যত্নে রাখি স্মৃতি,
রাখি'তো!
পড়ে থাকি তোমার ঘোরে,কিন্তু ফেলি দীর্ঘশ্বাস ভেবে যুদ্ধে পরাজয়,
মেনেছি'তো!
আমি উন্মাদ,আমি পাগল!
আমি মানুষ হলে! ভেসে যেতাম যৌবনের স্রোতে!
আমি মানুষ হলে! ফেরত চাইতাম ভালোবাসা!
আমি মানুষ হলে! তোমায় খুঁজতাম সমস্ত কিছু ঘিরে!
আমি মানুষ হলে! অন্য রূপে সাজতাম একেবারে!
কই কিছু করিনি'তো!
আমি_উন্মাদ,আমি পাগল ।