তুমি ভালবাসবে না জেনেও,
ভালবাসি।
তুমি বুঝো না বুঝেও,তোমায়'ই
বুঝি।
তুমি খুঁজো'না জেনেও তোমায়'ই
খুঁজি।
ভিতরে নিখাদ শূন্যতা বুঝেও,বাহিরে মহাবিশ্ব
তুমি।
ভালবাসা তোমায় তবুও,
ভালবাসি। 💞