ইয়াহ্ইয়া সিনওয়ার
--------------------------------------
গাজার সিংহ তুমি, ইয়াহ্ইয়া সিনওয়ার
তেলআবিবের কলিজা কাঁপানো হুংকার
তুমি নেতানিয়াহুর মধ্যরাতের বিভিষীকা
তুমি জায়নবাদের দু:স্বপ্ন, গাজার অহংকার
গাজার মাটিকে আঁকড়ে ধরে লড়েছো আমরণ
প্রতিরোধ যুদ্ধের মহানায়ক, হে সাহসের মিনার
মারণাস্ত্রের বিপরীতে হাঁকিয়েছো ক্ষীণ লাঠি
অবাক চোখে দেখলো পৃথিবী, সাহস তোমার সিনার
শাহাদাতের পেয়ালা তুমি হাসিমুখে নিলে তুলি
শাহাদাতের কাঙাল মুজাহিদ যারা, তোমাকে কি করে ভুলি?
তুমি রবে মিশে, বীরের বেশে, গাজার আকাশে বাতাসে
তোমার দৃঢ়তা সাহস যোগাবে, আজো আছে যারা হামাসে
(২০ অক্টোবর ২০২৪)
কবিতাটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন হামাস এর প্রধান নেতা ইয়াহ্ইয়া সিনওয়ার এর তরে নিবেদিত, যিনি সম্প্রতি ইসরায়েলী হামলায় শহীদ হয়েছেন।