তোমার মনের আবহাওয়া
------------------------------------
তোমার মনের বাতাস বুঝে
ধরব আমি ছাতি
সারা জীবন চাই যে হতে
তোমার চলার সাথী

তোমার চোখের আকাশ হতে
সরিয়ে দেবো মেঘ
আমিই শুধু বুঝবো তোমার
অভিমানী আবেগ

তোমার যুগল চক্ষু বেয়ে
বৃষ্টি নামার আগে
বুঝবো হৃদয় যাচ্ছে ভেঙে
তোমার ভীষণ রাগে

তোমার মনে উঠার আগে
কালবৈশাখী ঝড়
সরিয়ে দেবো হৃদয় চাপা
কষ্ট দেয়া পাথর

তোমার বুকে দুঃখ নদী
উথাল-পাথাল ঢেউ
থামিয়ে দিতে আমি ছাড়া
পারবেনা আর কেউ

গোমড়া মুখে তাকাও যদি
তুমি আমার দিক
বুঝবো আমি অমাবস্যা
তোমার চতুর্দিক

এলোমেলো রুক্ষ যদি
দেখি তোমার চুল
বুঝবো তোমার কষ্টগুলো
দমকা হাওয়ার তুল

শুকিয়ে গেছে দেখি যদি
তোমার খোঁপার ফুল
বুঝবো সুখের যাচ্ছে খরা
দিচ্ছো ভুলের মাশুল

কপাল মাঝে আসে যদি
চিন্তা রেখার ভাঁজ
বুঝবো স্মৃতির ঘূর্ণিবায়ু
ব্যাকুল করলো আজ

তোমার মনের বেলাভূমে
আসবে যখন জোয়ার
দুহাত ভরে কষ্টগুলো
ভাসিয়ে দেবো তোমার

আবার যখন খানিক পরে
পড়বে সেথায় ভাঁটা
নিঃসঙ্গতা ঘুচিয়ে, দেবো
তোমার পথে হাঁটা

দেখবো যখন ঠোঁটের কোনে
তোমার খানিক হাসি
বুঝবো সুখের আবেশে আজ
উঠলো হেসে শশী

বুঝতে তোমার মনোজগৎ
বুঝতে চোখের ভাষা  
করবো তোমার মনের আবাদ
হয়ে কৃষক চাষা

তোমার মনের আবহাওয়ার
দিতে পূর্বাভাস
আবহাওয়াবিদ হবো আমি
করবো তোমায় বাস

০৯ ডিসেম্বর ২০২৪