সময়ের সাথে জীবনের পথে
--------------------------------------
এর চেয়ে বড় মিথ্যে হয় না
তুমি ছেড়ে গেলে আমি বাঁচবো না

আজব এক সৃষ্টি মানুষ
বাঁচতে পারে দিব্যি
হয়তো থাকে টুকরো স্মৃতি
মানুষ ভুলে সবই

কষ্ট ভুলে হাসতে পারে
জীবন চলার স্বার্থে
ভাঙতে পারে, আবার পারে
নতুন করে গড়তে

সময়ের সাথে যায় শুকায়ে
শোকের নদী সত্যি
সময় শুকায় সকল ক্ষত
থাকে না এক রত্তি

সময়ের সাথে বদলায়
জীবন গতিপথও
মিষ্টি মধুর সম্পর্ক
হয়ে যায় কত তেতো

সময়ের সাথে অনুভুতিও
হয়ে যায় যেন ভোঁতা
ছাড় দিতে হয় অনেক কিছু
করা লাগে সমঝোতা

সময়ের সাথে প্রতিশ্রুতি
হয়ে যেতে পারে মিথ্যে
জীবন তবুও রয় না থেমে
জীবন বন্দী বৃত্তে
-------------------------------------------
জাকির (১৮ জানুয়ারি,  ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া