শৈশব
-----------------------
ফেলে আসা দিন
রঙিন স্বপন
ফেলে আসা ঘর
হারানো স্বজন
ফেলে আসা পথ
কতো শত স্মৃতি
পল্লীর গীতি
বন্ধুর প্রীতি
ফেলে আসা নদী
কলা গাছের ভেলা
সারাটি দুপুর
ডুব সাঁতার খেলা
ফেলে আসা উঠোন
বৃষ্টিতে ভেজা
ফেলে আসা বাগান
ফুলে ফুলে সাজা
ফেলে আসা আড্ডা
চায়ের দোকান
গাঁয়ের মসজিদে
মাইকের আযান
ফেলে আসা স্কুল
কত সহপাঠী
সকালের পি.টি.
বেশ পরিপাটি
ফেলে আসা মাঠ
কত খেলার সাথী
হাতে হাত রেখে
কত হাঁটাহাঁটি
ফেলে আসা রাত
আঁধারের গল্প
ক্ষয়ে যাওয়া স্মৃতিতে
মনে আছে অল্প
ফেলে আসা বাড়ি
জানি না ফিরবো কখন
চলে গেছে ছাড়ি
কত বন্ধু, প্রিয়জন