রামাদ্বানে হোক পূন্যের হালখাতা
-জাকির আবু ইয়ারা
---------------------------
স্মরি তব পাপ নিয়ে অনুতাপ,
দাঁড়াও রবের সন্মুখে
মনে যেন রয় আশা আর ভয়,
অশ্রু ঝরুক দুইচোখে
নির্জনে আঁধারে দাঁড়িয়ে সলাতে
কেটে যাক প্রতিটি রাত
আকুতি মিনতি কর যত পারো,
চেয়ে নাও মাগফিরাত
যে রবের ভয়ে ছেড়ে দাও তুমি
দিনের সব পানাহার
সাথে আরো ছাড়ো গীবত ও মিথ্যা
এবং যত পাপাচার
তোমার জিকিরে সিয়ামে কিয়ামে
তাকওয়াটা যদি থাকে
মাফ পাবে পাপ সাড়া দিবে রব
তোমার অনুতপ্ত ডাকে
পুড়ে পুড়ে হয় স্বর্ণটা যেমন
খাঁটি, নির্ভেজাল, নিখাদ
তুমিও তেমনি অনুতাপে পুড়ে
পাও সে ঈমানের স্বাদ
রামাদ্বানে কর পূন্যে হালখাতা,
ঘুচাও পাপের হিসাব
নতুন প্রত্যয়ে হোক পথ চলা
সাথে নিয়ে আল-কিতাব
জাকির (২৩ জানুয়ারি ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া