অলিখিত চিঠি
----------------------
এই আধুনিক প্রযুক্তির যুগে চিঠি লিখার প্রচলন নেই বললেই চলে
তবু আমি একখানা খুব সংক্ষিপ্ত চিঠি লিখতে চেয়েচিলাম
প্রেরকের নাম-ঠিকানা বিহীন
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বরাবর
তার কারাগারের ঠিকানায়
প্রথমবার যখন তিনি গ্রেফতার হলেন ঠিক তখন
যিনি দরদী মন আর সাহসী কলম নিয়ে
নতুন করে জাগালেন বাংলার মুসলমানের ঘুম
আর প্রথম প্রহরেই আমাদের জানিয়ে দিলেন
এদেশে ফ্যাসিবাদের প্রধান প্রতিপক্ষ ইসলাম
আর কলমের খোঁচাতে তৈরি করলেন
স্বৈরাচার ও ফ্যাসিবাদের কার্যকর প্রতিষেধক
ইচ্ছে ছিলো চিঠির সাথে পাঠাব ছোট্ট উপহার
একটি সুন্দর, দামী কলম, কখনো ফুরাবে না যার কালি
আর চিঠিতে শুধু লিখা থাকবে
'সত্য ও নায়ের পক্ষে কলম যেন থেমে না থাকে'
(০৩ ডিসেম্বর ২০২৪)