অবিক্রীত ফুলকপি
--------------------------
অবিক্রীত ফুলকপি আজ নেই তার কোন দাম
আমি তো দেখি মিশে আছে তাতে কৃষকের ঘাম
অধিক ফলন এই দেশে তবে কৃষকের অপরাধ?
মাথার ঘাম পায়ে ফেলে যারা করছে চাষাবাদ
তোমরা করছো রাস্ট্র মেরামত, বিপ্লব, সংগ্রাম
তবু কেন পায় না কৃষক ফসলের ন্যায্য দাম
ভাঙতে হবে সিন্ডিকেট আর অসাধু চক্র যত
কৃষি ও কৃষক বাঁচলে তবেই দেশ হবে উন্নত
জাকির (১৫ জানুয়ারি ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া