কবিতা এখন
--------------------
অভিমান করে এক কবি বলল সেদিন
কবিতা কি পড়ে এখন লোকে?
কবিতা আছে সুন্দর প্রচ্চদে, আবদ্ধ মলাটে
কবিতার বই সাজানো থাকে তাকে
কবিতা এখন আগের মত সরব
থাকেনা আড্ডায়, কিংবা চায়ের টেবিলে
কবিতা এখন আর কাঁপায় না রাজপথ
অনুপস্থিত থাকে প্রতিবাদে ও মিছিলে
কবিতা এখন বিদ্রোহ ভুলে অনুগত
তোষামোদি কিংবা স্তুতিতে রত
কবিতা এখন মাজলুমকে দেয় না সাহস
জালিমের বিরুদ্ধে হয়না জাগ্রত
কবিতা এখন আর জাগায় না দেশপ্রেম
কবিতা আজ আর নয় সমাজের দর্পন
কবিতা ভীত শাসকের চোখ রাঙানিতে
কবিতায় নেই আজ সাহসী উচ্চারণ।
(১৯ ফেব্রুয়ারি ২০২৪)