কাব্যানুবাদ
আয়াতুল কুরসী
(সূরা বাকারা, ২৫৫)
------------------------------

তিনিই আল্লাহ
যিনি ছাড়া নেই কোন সত্য ইলাহ
যিনি চিরঞ্জীব, সদা জাগ্রত
যাকে স্পর্শ করেনা তন্দ্রা, না তিনি ঘুমন্ত

যাকিছু আসমান ও যমীনে
সবকিছু আছে তাঁর অধীনে

তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে
শাফায়াত করে এমন কে আছে?

তিনিই জানেন কি আছে ভবিষ্যতে
আর কি ছিলো তাদের অতীতে

তাঁর জ্ঞানের রাজ্য হতে
কেউ পারেনা আয়ত্তে নিতে
কোনোকিছু, সেটুকু ব্যতীত
যতটুকু তাঁর ইচ্ছাকৃত

তাঁর (কুরসী) সিংহাসন সেতো
আকাশ ও যমীন বিস্তৃত  
এতসব করতে হেফাযত
তিনি হন না কভু ক্লান্ত

আর তিনি তো সমুন্নত,
সুমহান মর্যাদায় অধিষ্ঠিত।


জাকির (০৯ মার্চ, ২০২৫)
সিডনি,  অস্ট্রেলিয়া