জীবনের বাঁকে
--------------------

সরল রেখা তো বাঁকে না কখনো
সমান্তরালে চলে রেলপথ
জীবনের পথে আছে অলি-গলি,
কত শত বাঁক, আছে চোরাবালি

তপ্ত দুপুর, অথৈ পুকুর
আছে মিঠে রোদ, সুখের ঢেঁকুর
আছে না পাওয়া, হারানোর ভয়
ক্ষনিকের সুখ, রঙিন সময়

সমান্তরালে যুগপৎ যাবে
এমন কাউকে কদাচিৎ পাবে
তবু মোরা চলি, গড়তে মিতালী
ভুলে অভিমান, মন কালাকালি।

জীবনের বাঁকে যেওনা থমকে
চোরাবালি পথে, যেওনা আটকে
চলো অবিরাম, অটল লক্ষ্যে
সাহস, শক্তি রাখিও বক্ষে।  

জাকির (১৩ ফেব্রুয়ারি ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া