ফুলের প্রেমে
-------------------
ভালোবেসে দিওনা গো বিলাসী অর্কিড
দিও মোরে বকুলের মালাটা প্রথম
টিউলিপ হাতে নয় প্রেম নিবেদন  
দিও একগুচ্ছ ভেজা বর্ষার কদম

আমাকে দিও কোমল সাদা কাশফুল
সরিষা ফুলের শত হলুদের গুঁড়ি
কচুরিপানা ফুলের হালকা বেগুনি
সাদা শাপলার মাঝে হলুদ মঞ্জুরী

দিও মধ্যরাতে বেলী ও হাসনাহেনা
ভোর হলে দিও গাঁধা, জুঁই ও চামেলি
গন্ধরাজ, সূর্যমুখী ও চন্দ্রমল্লিকা
রক্তজবা, গোলাপের লাল পত্র মেলি

আর এনো সদ্য ফোটা কিছু পদ্ম ফুল
যদি আসে এ জীবনে সুখের ফাগুন
দিও প্রিয় কামিনী ও পলাশ, শিমুল
আনিও কৃষ্ণচূড়ার লালছে আগুন


জাকির (০৭ ফেব্রুয়ারী, ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া