ফুল ও নারী
-----------------
ভালোবাসি ফুল আমি দূর থেকে
কাছে গিয়ে তার গন্ধ শুঁকতে যাই না
সব রঙের ফুলই ভালো লাগে চোখে
সব ফুলের গন্ধে তবু হৃদয় মাতে না।
বিষে ভরা ধুতুরা ফুল ও বেশ লাগে
তার বিষে আমার কি যায় আসে
তবে সুগন্ধি ফুল নিজেই এসে দোলা দেয়
মন মগজে, আর হৃদয় তন্ত্রীতে
অতি সূক্ষভাবে সে পার হয় আমার নস্ট্ররন্ধ্র
আর আমাকে মাতিয়ে তুলে ডোপামিনের ঝড়ে
তারপর তাকে আর সহজে ভুলি না
রেখে দেই হিপ্পোক্যাম্পাসে স্মৃতি হিসেবে
নারী কি ফুলের মতন
চোখে তার লাজুক দৃষ্টি, মুখে অল্প কথন
না, নিজ থেকে সে ধরা দেয় খুব কম
নিজের সুঘ্রান বিলাতে তার অনেক শরম
নারী বরং ফুলের ভিতরের সঞ্চিত মধু
তাকে আহরণ করতে লাগে
মৌমাছির মত পরিশ্রমী পৌরুষ
তাকে না জাগালে কদাচিৎ সে জাগে
কাছে পাওয়া নারীকে ও ভুলা যায় না সহজে
পুরুষের নিঃসঙ্গতার সুযোগে সেও স্মৃতিতে বাজে
নারীর মনস্তত্ত্ব এই: ভালোবাসি আমিও
তবু কাছে আসুক পুরুষ তার আপন গরজে
১০ ডিসেম্বর ২০২৪