(মুসলিম রেনেসাঁর কবি
ফররুখ আহমদ স্মরণে)
কবি ফররুখ তুমি ফিরে এসো ফের
ফিরে এসো ভাঙাতে নিদ বিশ্ব মুসলিমের
এই উম্মাহর এখনো কাটেনি তিমির রাত,
এখনো আসেনি ভোর, ঘুছেনি জাহিলিয়াত
তোমার ডাকে জাগেনি আজো সাত সাগরের মাঝি
মুসলিম জাতি পায়নি আজো, মুক্তির পথ খুঁজি
কুফরির ঢেউ পরওয়া না করি এখনো ধরেনি হাল
জড়বাদীতার কুয়াশা ভেদি জ্বলেনি তওহিদী মশাল
এখনো ভীষণ ঘুনে ধরা এ সভ্যতার দেয়াল
এখনো অচেতন এ জাতি, এখনো বেখেয়াল
পাঞ্জেরি বলেনি আজো, রাত পোহাবার কত দেরি
আবার বাতলে দিতে পথ, ফররুখ আসো ফিরি