ফেরার তাগিদ
----------------------------
উদ্দেশ্য আছে জানা
গন্তব্য ও জানি ঠিক ঠিক
তবু কেন এতো পিছুটান
কোন সে মোহে বিভ্রান্ত পথিক

কেন আমি বারংবার
ভুলে যাই সেই পথ,
যে পথে সফলতা জানি
যে পথে চলার নিয়েছি শপথ

যে পথে চলার কথা তীব্রগতিতে,
সে পথে দেই হামাগুড়ি;
অবহেলে দূরে ঠেলে আবে-হায়াত
মিছে-মায়ায় করি জড়াজড়ি

যেন দু-পায়ে ঠেলে জড়তা
যত পিছুটান-স্বার্থপরতা;
পৌঁছুতে চির কাঙ্খিত মঞ্জিলে
ফিরে পাই সম্বিৎ, তৎপরতা  ।।