ফেব্রুয়ারীর শপথ
--------------------------

ফেব্রুয়ারীর একুশ এলে
গুমোট অভিমানে
নীরব কোকিল গাছের ডালে
বিরহ তার গানে

নদীর স্রোত থমকে দাঁড়ায়
বয়না কলতানে
সবুজ বৃক্ষ মৌনতা খায়
ফুল যে ঝরে বনে

কৃষ্ণচূড়া, পলাশ ফুল
আগুন রাঙা লালে
ফেব্রুয়ারীর শোকের কথা
যাচ্ছে যেন বলে

বৃক্ষ, নদী, পাখি ও ফুল
সবাই ঐকতানে
করছে যে শোক ভাষার মাসে
শহীদের স্মরণে

মায়ের ভাষায় বলতে কথা
জীবন দিলো যারা
তাদের স্মরি আজকে মোদের
বহে অশ্রু ধারা

শোক ভুলে আজ নতুন করে
শপথ নিবে সবে
অত্যাচারীর সামনে কভু
মাথা না নোঁয়াবে

জাকির (২২ ফেব্রুয়ারী, ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া