ঈদ মুবারক
--------------------
মাসব্যাপী সিয়াম সাধনা শেষে
আকাশে যখন বাঁকা চাঁদ হাসে
মনে মনে বহে খুশির জোয়ার
বছর ঘুরে এলো ঈদ আবার
এসো আনন্দ করি ভাগাভাগি
ভুলে সব দ্বন্দ্ব আর রাগারাগি
গরীব দুঃখীরে কাছে নিই টেনে
বাড়বে আনন্দ তাতে বহুগুণে
নতুন জামা পরে ঈদগাহে চলো
তাকবীর ধ্বনি জোরে জোরে বলো
নামাজের শেষে মুখে নিয়ে হাসি
দোয়া বিনিময় করো বেশি বেশি
আত্মীয় প্রতিবেশী আছে যত
সবাইকে নিয়ে আনন্দে মাতো
রমাদ্বান শেষে জারি থাকে যেন
নেক আমল আর নিস্পাপ মনও
জাকির (৩১ মার্চ, ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া