দুই মুসাফির
-------------------
একদা এক সফরে বেরুলেন দুই মুসাফির
মুসা চললেন পিছু পিছু, সামনে তার খিজির
মুসা: আমি কি হতে পারি
আপনার পথের অনুসারী?
যেন আপনার কাছে আছে যেই জ্ঞান
তার থেকে কিছু আমাকে ও শিখান
খিজির: যদি চলবে আমার সাথে
ধৈর্যচুতি ঘটবে তোমার তাতে
অবশ্য, সেই বিষয়ে ক্যামনে ধরবে সবর
যেই বিষয়ে তোমার নেইকো খবর
মুসা: ইনশাআল্লাহ, আপনি আমায় পাবেন সবরকারী
আপনার হুকুমের হবো না অমান্যকারী
খিজির : তবে, যদি চলবে আমার পিছু
না করিবে জিজ্ঞাসা আমায় কোন কিছু
যতক্ষণ আমি তোমায় বলছি না সেই ইস্যু
ঘটনা ১:
অতঃপর রওয়ানা দিলেন তারা সফরে
যখন যাচ্ছিলেন এক নৌযানে চড়ে
খিজির তাতে দিলেন ফুটো করে
মুসা: আপনি ফুটো করলেন নৌকাটার
যেন ডুবে যায় আরোহীরা তার?
এতো অতিশয় ভয়ানক ব্যাপার।
খিজির: আমি কি বলিনি তোমায়?
আমার সাথে চলার মত, ধৈর্য্য তোমার নাই।
মুসা: ভুলের জন্য আমায় করবেন না পাকড়াও
আমার উপর হবেন নাতো এতোখানি চড়াও
ঘটনা ২:
পুনরায় তারা সফরে চলতে চলতে
আসলো যখন এক বালকের সাক্ষাতে
খিজির যাকে খুন করলেন নিজ হাতে
মুসা: আপনি বধ করলেন এক পবিত্র আত্মা
অথচ সেতো করেনি অন্য কাউকে হত্যা
আপনিতো যা ঘটালেন, বড্ড পাপের কাজ তা।
খিজির: আমি কি বলিনি তোমায়?
আমার সাথে চলার মত, ধৈর্য্য তোমার নাই।
মুসা: এরপর যদি কিছু জিজ্ঞাসি ফের
আপনার সঙ্গ থেকে করে দেবেন বের
তখন আমার থেকে পাবেন ওযর আমায় করার বের
ঘটনা ৩:
আবার তারা সফরে হলেন অগ্রসর
যখন তারা পেরুচ্ছিলেন একটা শহর
শহরবাসীর নিকট চাইলেন কিছু খাবার
শহরবাসী আপ্যায়নে করলো অস্বীকার
দেখলো তারা একটি দেয়াল যাচ্ছিলো প্রায় ভেঙে
খিজির সেটা দিলেন তুলে, মুসা ছিলো সঙ্গে
মুসা: আপনি তো নিতে পারতেন পরিশ্রমের বদলা
খিজির: এখানেই তোমার আমার পৃথক হবার পালা
তবে বলবো তোমায় সব ঘটনার নেপথ্যের খবর
জানতে যেসব ছিলে তুমি ভীষণ বেসবর
সূরা কাহফ থেকে কাব্যানুবাদ
বি.দ্র. মুসা (আ.) ও খিজির (আ.) এর নামের শেষে দরুদ নিজ দায়িত্বে পড়ে নিবেন।
জাকির, ১৭ ডিসেম্বর ২০২৪
সিডনি, অস্ট্রেলিয়া