দ্রোহ ও প্রেমের কবি
হেলাল হাফিজ এর প্রয়ানে
-----------------------------------

বাংলা সাহিত্যের আকাশে
তুমি ছিলে সত্যিকারের হেলাল
যতদিন তুমি ছিলে, আমাদের
হয়নি কখনো জোছনার আকাল
তোমার উস্কানিতে মিছিলে মিছিলে হোল
যৌবন ক্ষয়ে ক্ষয়ে রাজপথ উত্তাল
বিরহী, গৃহত্যাগীরে দিলে কবিতায় আশ্রয়
প্রেম, বেদনায় নীল আর দ্রোহে ছিলে লাল
সংসার, সন্তানে না জড়ালে
তবু কোটি প্রান বাঁধিলে মায়াজালে
কষ্টের ফেরিওয়ালা তুমি ছিলে
লিখেছো অমর কাব্য "যে জলে আগুন জ্বলে "
কবিতায় করেছো আজন্ম বাস,
কবিতা তোমাকে খেয়েছে গিলে গিলে।
আজি হেমন্তের শেষ লগ্নে, তোমার প্রস্থানে
তোমার শিখানো পংক্তি বেজে উঠে মনে
"কোথায় আছো, কেমন আছো, পত্র দিও"
আড়ালে থেকে কোটি হৃদয়ের ভালোবাসা নিও
শোকাহত হৃদয়ে আজ স্রস্টাকে বলি,
প্রিয় কবিকে তুমি জান্নাতে দিও।

জাকির (১৪ ডিসেম্বর ২০২৪)
সিডনি,  অস্ট্রেলিয়া