দাম্পত্য মেরামত
------------------------------
মধ্যবয়সী পুরুষ আর মধ্যবয়সী নারী
ভালবাসা গৌণ সেখানে, প্রেম যেন বাড়াবাড়ি
আবেগ সেখানে আদিখ্যেতা, দায়িত্বের ছড়াছড়ি
মেজাজের পারদ উঠানামা, করে বেশ তাড়াতাড়ি
সংসার নয় শুধু সন্তান আর নিত্যদিনের বাজার
সংসার নয় লাভ-ক্ষতির হিসেব ব্যবসায়ী কারবার
প্রেমের হিসেব কষবে নিখুঁত, দিওনা সেথায় ছাড়
ঘরের বাহিরে খেয়োনা আছাড়, ভেঙো না সংসার
চোখের ভাষা, হৃদয়ের দাবি পায়না যেখানে দাম
উপেক্ষিত, প্রেমহীন বাঁচা যেন দুঃসহ সংগ্রাম
লৌকিকতার আড়ালে যেখানে স্বপ্ন লুকায় মুখ
অর্থ-বিত্ত অঢেল তবুও পালায় সেখানে সুখ
মধ্যবয়সী পুরুষ তুমি মন দাও নিজ ঘরে
ভালবাসা দাও প্রেম নাও ব্যস্ততায়-অবসরে
মধ্যবয়সী নারী তুমি সুখ খুঁজ সংসারে
চুম্বক সম আকর্ষণে কাছে টানো সোয়ামীরে
মিটিয়ে ফেলো যত ঝগড়া বিবাদ আর তর্ক
প্রেমের সীসা ঢেলে জোড়া দাও গুনে ধরা সম্পর্ক
হররোজ করো নবায়ন, তব প্রেমের রসায়ন
শুনতে হৃদয়ের গুঞ্জন খুলে দিও হৃদয় বাতায়ন
(জাকির আবু ইয়ারা) ০৭ ডিসেম্বর ২০২৪