বৃষ্টি নামার আগে
----------------------------------------
এই শহরে বৃষ্টি নামার আগে
কালো মেঘে আকাশ যেমন ঢাকে
ধূলোয় ধুসর বাতাস যেমন থাকে
চারিপাশটা তপ্ত মরু লাগে।
পাখ-পাখালি গাছ-গাছালি সবে
বৃষ্টি আসার মন্ত্র যেন জপে
শুকিয়ে নদী খাল-বিল তাপে
যেন জীবন পাবে বৃষ্টি এলে তবে
কেউ করে নাকো বৃষ্টির অনুরোধ
আবহাওয়া অধিদপ্তরের অফিসে
কিংবা কোন বিজ্ঞানাগারে এসে
রাজপথেও হয়না কোন অবরোধ
বিশ্বাসী মন আকাশ পানে চেয়ে
দুহাত তুলে রবের কাছে বলে
রহমতের দুয়ার দাও গো খুলে
বৃষ্টিধারা দাও মোদের অশ্রু নিয়ে
এই শহরে বৃষ্টি নামার আগে
কার ঈশারায় বৃষ্টি নামে ভেবে
চিত্ত যেন নত হয় সত্য অনুভবে
বন্ধু তোমার ঈমান যেন জাগে
(২০ মে ২০২৪)
২০২৪ সালে মে মাসে বাংলাদেশে যখন প্রচণ্ড গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছিলো আর মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছিলো, তখন এই কবিতাটা লিখেছিলাম।