বৃক্ষ মানব
---------------------
তুমি হয়ে যাও সেই গাছের মতন
মাটির গভীরে যার প্রোথিত শিকড়
ঝড় তুফানে যার না হয় পতন
প্রবল বাতাসেও থাকে সে অনড়
শাখা তার বিস্তৃত আকাশ জুড়ে
জারি থাকে সদা তার সালোকসংশ্লেষণ
ছায়া দেয় ফল দেয় সারা বছর জুড়ে
দূরের মানুষ তার করে অন্বেষণ
তোমার ভিতর উঠুক সেই গাছ বেড়ে
বহুদূর বাতাসে যার ছড়ায় সুবাস
তুমি রুগ্ন মানুষের নিরাময় তরে
হয়ে যাও ঔষধি গাছের নির্যাস