বিপরীত মেরু
-------------------

কারো পাহাড় পছন্দ, কারোবা সমুদ্র
কেউ খুঁজে নীরবতা, কেউ খুঁজে শব্দ
কেউ নির্জনতা ডাকে, কেউ কোলাহলে
কেউ থাকে ধীরস্থির, কেউ দোলাচলে

কেউ আলো এলে জাগে, কেউ অন্ধকারে
কেউ খোলা জানালায়, কেউ বদ্ধদ্বারে
কেউ কল্পনা বিলাস, কেউ বাস্তবতা
কেউ থাকে সংশয়ে, কেউ বিশ্বস্ততা

কেউ ভুলে যাই সব, কেউ মনে রাখে
কেউ দূরে ঠেলে দেয়, কেউ কাছে ডাকে
বিপরীত দুই মেরু পৃথিবীর আছে
দুই মেরু দূরে তাই পৃথিবীটা বাঁচে
তুমি আমি বিপরীত তবু একসাথে
কাটুক জীবনটুকু হাত রেখে হাতে

জাকির (৩১ জানুয়ারি,  ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া