বেহিসেবী বিনিয়োগ
-----------------------------
অঙ্কে বেশ কাঁচা আমি
তাই মিলে না জীবনের হিসেব
ব্যবসায়ে ভয়, বিনিয়োগে আতঙ্ক
তবু্ও বিনিয়োগ করেছি তোমাতে
আমার সমস্ত মূলধন
করিনি ভাবনা, কতটুকু সম্ভাবনা
আছে ঝুঁকির কিংবা লাভ-ক্ষতির
ভাবিনি কতগুন ফেরত পাবো
নাকি সবই হারাবো
শুধু ভেবেছি মিটবে প্রাণের তৃষ্ণা
আর ঘুচবে হৃদয়ের হাহাকার
এতো নয় কারবার, মুলধন ও মুনাফার।


জাকির (২০ জানুয়ারি ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া