আগুনের বার্তা
----------------------
দাউ দাউ আগুন দেখলে যেন শিওরে উঠে গা
সেই আগুনে জ্বলছে দেখো ক্যালিফোর্নিয়া
সবুজ বনে কে জ্বালালো আগুন লেলিহান?
কার ঈশারায় পুড়ছে নগর, পুড়ছে বাসস্থান?
বনের আগুন আসলো ঘরে, করছে সবই ছাই
প্রযুক্তিতে বিশ্বসেরা, তবু লাগছে অসহায়
শত চেষ্টা করেও যেন আগুন নিভছে না
আগুনের ও স্রষ্টা আছে, একটু ভাবো না
জাকির (১৪ জানুয়ারি, ২০২৫)
সিডনি, অস্ট্রেলিয়া