ঘুমন্ত শহর,
জাগাও তারে ডাকি
নয়তো ঘুমের ঘোরে
সবটাই বৃথা ফাঁকি।

বেলা পেরোলে বেলা
রাতের পর রাত
অভিযোগ অনুযোগের
শশব্যস্ত বিভ্রাট।

সময় কড়া নেড়ে
পেরোয় না হে
সময়? তারে আঁটকাবার
সাধ্যি নাই যে!

অর্জন করিবার যা
রয়ে গেছে বাকি,
তার কাছে এতসব শ্রম
সবটাই মেকি।