ফুল গুলো সব ঘুমিয়ে থাকে
আমার জেগে থাকাতে,
তারা গুলো সব সঙ্গী হয়ে
জাগে আমার সাথে ।

শহরের ঐ রঙিন আলোয়
মুখটি তোমার ভাসে,
আলোর রঙে লুকোচুরি খেলা
চোখ দুটি তোমার হাসে ।

তোমার কণ্ঠে যেন ফিরি
আপন দেহে তে,
তোমার ছবি ভাসে তখন
মন মাঝারে ।

জেগে জেগে স্বপ্ন দেখি
স্বপ্নকুমারকে নিয়ে,
হবে কি আমার পথের পথিক?
আমার মনের ঐ পথটা ধরে ।

হবে কি আমার সূর্য,
আমায় বানাবে কি তোমার চাঁদ?
ভাবনাগুলো দেয় না ঘুমোতে,
এভাবেই কাটে রাত ।

সকালের সূর্য উঁকি দেয় যখন
তখনও জেগে থাকি,
এক চিন্তে তখনও শুধু
তোমার কথাই ভাবি ।

ভোরের আলো আর মিষ্টি রোদ
দুষ্টু খেলার ছলে,
তারাও এসে জানো আমায়,
তোমার কথা বলে ।

এমন একটা মিষ্টি সকাল
দেবে কি আমায় এনে?
যেদিন তুমি থাকবে সাথে
আপন জগত জুড়ে ।

দুপুরের সেই উষ্ণ রোদ আর
আলোর রঙিন ঝিলিক,
কল্পনার চোখে এনে দেয় তোমায়
দেখতে এক পলক ।

এমন রোদেলা দুপুরেও আমার
পাশে তোমাকে চাই,
জানো কি তুমি? এ ভাবনাগুলো শেষে
তোমার ছায়া এনে দেয় ।

বিকেলে সূর্যের নমনীয়তা আর
প্রেমময় মিষ্টি বাতাস,
কানে কানে এসে বলে দেয় আমায়
তোমার আগমনী আভাস ।

আমার সারাটি সন্ধ্যে জুড়েও
শুধুই তুমি থাক,
সারাটা দিন ভাবনায় এসে
কীভাবে যেন আমায় ভালো রাখ ।

সারাটা দিন এভাবেই আমার
তোমায় ভেবে কাটে,
তোমার আনাগোনা চলতেই থাকে
আমার মনের মাঝে ।

কথা দাও তবে সারাটা জীবন
শুধুই আমার রবে?
তোমাকে পেলে আমার জীবনটা
সত্যিই ধন্য হবে ।