হঠাৎ,
পথে হলে দেখা
কত কথা রয়ে যায়,
সময় সময়
আরো সময় পেরোয়।

ব্যস্ততা কততা
হিসেব না রয়!
চিড় ধরে যোগাযোগে,
জীবন পেরোয়।

অথচ কতকাল
খুনসুটি হাই-স্কুলার,
পাশাপাশি বসাবসি
চেনা কলম রুলার।

পাশ ফেইল কত কী!
সময়টা খুব দূরে,
পেরিয়েছে যত যা
সব স্মৃতির শহরে।

স্কুল ছুটি ফাঁকি
কোচিং না করা দিন,
বাসায় যায়নি নালিশ,
চুরিবিদ্যেয় আলাদিন।

আরো কত হিসেবের
ডালি খোলা বাকি আছে,
ফুচকার টকে বুঝি
ঝালটা ফাঁকি গেছে।

ভেলপুরি ঝালমুড়ি,
মিঠাইয়ের বাহাদুরি!
হাড় কাঁপা হিমশীতে,
ক্রিকেট আর পিঠেপুলি।

আজ যদি গল্পের
ঝুলি খুলি উল্লাসে,
প্রাক্তন স্মৃতিরা তাই
খাবে গ্রোগাসে।

পেরোয় পেরোয়,
কত সময় পেরোয়,
এত স্মৃতিচারণে,
সময় ফুরোয়।