ক্ষণিকের অনুভূতি,
নিঃশেষ হলে কী হবে পরিণতি?
আমরা কি আদৌও ভালোবাসি মানুষকে?
আদৌও ঘৃণা করি মানুষকে?
নাকি বিশ্বাস, ভালোবাসা, ঘৃণা
সবটাই সময়কে ঘিরে?
ভালো সময়ের মায়াজাল
হয়ত ঘুণপোকায় ধরে না।
হয়ে যায় নিঃশেষ
মরীচিকার মতো কিংবা
বাষ্পরূপে ।
বাঁচতে হলে স্পষ্টতা খুব প্রয়োজন
অভিমান, হতাশা, সংকোচে
সমাধানের পথ না বাতলে
জটিলতাটাকেই গ্রাস করে ফেলার পরিণাম ভয়াবহ।
দিনশেষে দোষী হয় সময়,
মানুষ কিংবা অনুভূতি!
অথচ নিজের অক্ষমতা
ঢাকা পড়ে যায় বিবেকের
ফাঁক গলে ৷
বেঁচে থাকার সরঞ্জাম থাকা
সত্ত্বেও যারা বাঁচতে অক্ষম
তারা মৃত প্রাণ, আবর্জনা
তাদের নিঃশেষ হওয়াই কল্যাণ।
প্রাণ হতে হয় সজীব, সতেজ,
তবে তাকে প্রাণ বলে মনে হয়।
ব্যথা ক্ষণিকের নয়
তবুও সময়ের আন্তরিকতায়
তা আরোগ্য লাভ করে।
প্রেম বিষাক্ত নয়,
প্রেম নিঃশেষ হওয়ার নয়,
দূর্বল অনুভূতিকে
প্রেম বলা অন্যায়!
যে প্রেমিক হতে চায়
তার প্রেমিক হতে হয়,
কাপুরুষ নয় ৷
অসুস্থতা প্রেম নয়,
অবহেলা প্রেম নয় কিংবা
প্রতিশোধও প্রেম নয়!
প্রেম কারো মাঝে বদ্ধ থাকে না
প্রেম উন্মুক্ত, প্রেম সবার ৷
তাকে কাঁচবন্দী করতে চাইলে
বিস্ফোরণ ঘটবে।
যারা প্রেম চায় না, মোহে জড়ায়,
তাদের প্রেমদান করার অর্থ অপচয়!
অপচয় প্রেমের,
আবার বেলা শেষে দুর্গতি সময়ের।