আমার আশ মেটে না একলা তোমায়
ক্ষণিক ভালোবেসে,
আশ মেটে না বকুলতলায়
দুয়েক দেখায় দেখে।
পাতার ফাঁকে, গাছের ডালে,
কুঞ্জলতার আব আড়ালে,
আশ মেটে না, আশ মেটে না
দু-একবার চেয়ে।
তাইতো লুকোই ক্ষণিক চোরা
চক্ষু দুটি চশমা জোড়া,
শরত ফুড়ে সন্ধ্যেবেলা,
শান্ত নদীর জলটা ছুঁয়ে
ওই আকাশের আগুন ধুয়ে
তোমায় দেখি শীতল চেয়ে,
শেষ শরতের বেলা।
আমার আশ মেটে না
খানিক তোমায়
দু-চার পলক দেখে,
আশ মেটে না, আশ মেটে না
খানিক বেলা চেয়ে।