নিস্তব্ধ রাতে চাঁদের আলোয় যখন
মেঘে ঢাকা ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি,
মনে হয়, হঠাৎই তুমি পাশে এসে দাঁড়াও ।
তখনকার প্রতিটি নিঃশ্বাসে আমি
তোমার ঘ্রাণ পাই ।
বুক ভরে সে ঘ্রাণ নিয়ে তা ধারণ করি
আমার অনুভূতির বাক্সে ।
মনে হয় কানের কাছে কেউ
মৃদু স্বরে বলছে, 'ভালোবাসি ।'
জানো, সে শব্দটি প্রতিধ্বনিত হতে থাকে
আর বাজতে থাকে আমার কানে ।
তখন বয়ে যাওয়া মিষ্টি বাতাসে, প্রিয়
তুমি মিশে থাকো ।
সে বাতাস যখন আদরের পরশে
এলোমেলো করে দেয় আমার খোলা চুলকে,
মনে হয় যেন তোমার ভালোবাসার স্পর্শে
স্পর্শিত হতে থাকে আমার এলো কেশ ।
আকাশের মিটিমিটি জ্বলতে থাকা
ঐ তারাগুলোও লজ্জায় মুখ লুকোতে চায়
তোমার-আমার সৌন্দর্য দেখে
আর ইচ্ছে পোষণ করে
যদি তারাও পারত এসে আমার
বারান্দায় দাঁড়াতে ।
রাত বাড়তে থাকে, বাড়তে থাকে নিস্তব্ধতা
কিন্তু আমার অপেক্ষার প্রহর আর শেষ হয় না ।
তা যেন বেড়ে গিয়ে হয়
যুগের পর যুগ ।
আমি চাইনি ঐ বিশাল আকাশটাকে ছুঁতে,
আমি চেয়েছি তোমার মনের মাঝে
নিজেকে আলতো ছুঁয়ে নিতে ।
জেনে রেখো প্রিয়, আমি রয়েছি
শুধুই সে অপেক্ষায় ।