প্রিয়তি,
গত বর্ষায় তুমি ছোঁওনি কদম,
ছোঁওনি তুমি কাঁচের চুরি,
তীক্ষ্ণ চোখে দাওনি সাড়া
দাওনি হাসি মায়া কাড়া।

বর্ষার বেলা, অবেলাই লাগে,
তোমার আকাশে অবেলাই থাকে।
মন ভাঙানো মেঘ যে কোথায়!
খুঁজে খুঁজে আমি দিশেহারা।

প্রিয়তি, তুমি কাঁদছো কেন?
প্রিয়তি, তোমার চোখে যে জল!
তোমায় বলে হাসতে মানা?
কার এত জোর সাহসখানা!

বর্ষা শেষে কদম ফিরে,
এবারের তরে পৌঁছে ঘরে।
আমি নাহয় কাশটাই আনি?
কাশ পাবো কই শরত ছাড়া!

শীত ফিরে যায় বসন্ত আসে...
ফাগুন হাওয়ায়ও মন উদাসীন?
মন ভালোটা দিচ্ছি তবে,
খারাপটুকু নাহয় আমার রবে।

প্রিয়তি,এবার একটু হাসো!
মেঘের ভেলায় একটু ভাসো।
বিদায়বেলায় চাইছি এই-ই,
এতখানিও দেবে না আমায়?